চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে জাল ভোট দেয়ায় ৪ জনকে লাখ টাকা জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

৫ জুন, ২০২৪ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া কেন্দ্র জাল ভোট দেওয়ায় ৪ জনকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বাহারছডা ইউনিয়নের ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ জরিমানা করেন।

 

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. বুলবুলকে (৪১) ৫০ হাজার টাকা, মো. রিফাত উদ্দিনকে (৩০) বিশ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিনকে (২৮) দশ হাজার টাকা ও মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকারীদের মধ্যে দুইজনকে জাল ভোট দেওয়ার দায়ে এবং অপর দুইজনকে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় জরিমানা করা হয়েছে।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে জাল ভোট দেওয়া এবং কেন্দ্রে অবস্থান করায় ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট