চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মানিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্র-গুলিসহ মো. লোকমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার লোকমান মানিকছড়ির গচ্ছাবিল এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

 

মঙ্গলবার (৪ জুন) দুপুর সাড়ে ৩টায় গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মাদক কেনা-বেচার খবর পেয়ে গতকাল বিকালে অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ লোকমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধচক্রের সক্রিয় সদস্য। তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট