চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারা সংবাদদাতা

৪ জুন, ২০২৪ | ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে আয়েশা ছিদ্দিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার পীরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

 

আয়েশা ছিদ্দিকা ওই এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে। সে পীরখাইন আয়েশা হক তা’লিমুল কুরআন ইনস্টিটিউটের নার্সারি শ্রেণির ছাত্রী।

 

পরিবার সূত্রে জানা যায়, দাদা সিদ্দিক আহমেদের সাথে মসজিদে গিয়েছিল আয়েশা। দাদা নামাজে থাকা অবস্থায় মসজিদের পুকুর ঘাটে অপেক্ষা করছিলে সে। পরে দাদা বের হয়ে দেখে আয়েশা নেই। ঘণ্টাখানেক পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট