চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

টেকনাফ সংবাদদাতা

৪ জুন, ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল তিনি মারা যান।

 

শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার ফকির আহমেদের ছেলে। ঘাতক ছেলে জয়নাল পলাতক হলেও প্ররোচনাকারী মা’কে আটক করে স্থানীয়রা।

 

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (৪ মে) মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

 

স্থানীয় গ্রাম পুলিশ নুর আহমদ কালু জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর এসআই জালাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তথ্য উপাত্ত যাচাইয়ের পর ফিরে যায়। মৃতদেহ পোস্টমর্টেম শেষে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা খুবই দুঃখজনক। উক্ত বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা রাখি।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, স্থানীয় লোকদের মারফতে এ ঘটনার বিষয়ে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট