চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফ উপজেলা আ. লীগের সভাপতি কারাগারে

টেকনাফ সংবাদদাতা

৩ জুন, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কক্সাবাজারের টেকনাফ সদরের নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

নুরুল বশর টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে।

 

সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের স্ত্রী বাদী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখল করতে যান আসামি নুরুল বশর। তাদের হামলায় বাদী ও তার স্বামীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামি নুরুল বশর।

 

সোমবার নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট