চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

তুচ্ছ ঘটনায় মারামারি

বোয়ালখালীতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত, আটক ১

বোয়ালখালী সংবাদদাতা

২ জুন, ২০২৪ | ১১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. আরিফ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় আহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা দুই ভাই ও এক বোন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত নিহতের পিতা মো. জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশি সাকিবুল ইসলামের সাথে ঝগড়া হয়। এ নিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিলো। এনিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ নামের ছেলেটা মারা গেছে। এঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে।

 

সাকিব সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. রফিকের ছেলে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট