চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সাতকানিয়ায় আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

সাতকানিয়া সংবাদদাতা

১ জুন, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এতে ক্ষতিগ্রস্তরা হলেন- মোহাম্মদ সালাহ উদ্দিন, রেজাউল করিম, আব্দুর রহিম ও দেলোয়ার হোসেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়ার ব্যবসায়ী পাড়া এলাকায় একটি বসতঘরে হঠাৎ আগুন জ্বলে উঠে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের আরও তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পাশের পুকুর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ বলেন, আগুনে চার বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কোনো কিছু বের করতে পারেননি। তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট