চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পানের বরজে কার্যরত কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

১ জুন, ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় হিটস্ট্রোকে রশিদ আহমদ বাবুল (৫০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত রশিদ আহমদ বাবুল ওই এলাকার ঘোনারপাড়া এলাকার মৃত ইমাম শরিফের ছেলে।

 

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী পানের বরজে কাজ করছিলেন বাবুল। দুপুরের দিকে তীব্র তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জানান, রশিদ আহমদ বাবুলের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। তীব্র তাপমাত্রার কারণে শরীরের পানি শূন্যতা ও তাপমাত্রা সহ্যের বাইয়ে যাওয়ায় তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট