রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, সরকার ক্ষুদ্র-নৃগোষ্ঠী হারিয়ে যাওয়া ভাষা রক্ষার্থে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য জেলা পরিষদ তা বাস্তবায়ন করছে। তিনি স্ব স্ব ভাষা রক্ষার্থে স্ব স্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (১ জুন) বিকেলে কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া মডেল ইউনিয়নে কাঁশখালী উচ্চ বিদ্যালয়ে মারমা ভাষা বর্ণমালা শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যচি মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা, যুবলীগের সভাপতি অভি মং চৌধুরী প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ