চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ডেইরি আইকন পুরস্কার পেলেন রাউজানের এমপি ফজলে করিম

রাউজান সংবাদদাতা

১ জুন, ২০২৪ | ৩:২৯ অপরাহ্ণ

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ডেইরি খামার উন্নয়ন করায় ‘ডেইরি আইকন-২০২৩’ পুরস্কার অর্জন করেছেন রাউজান ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা, রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

 

শনিবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক।

 

ইতিপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। রাউজান উপজেলায় ১ ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থবারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এবার ২০২২ সালে পঞ্চমবারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন