চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

লোহাগাড়ায় ৩ প্রার্থীর ৪ সমর্থককে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৩১ মে, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ৩১ মে বিভিন্ন সময়ে ৩ প্রার্থীর ৪ সমর্থককে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

 

তিনি জানান, নির্বাচনী প্রচারণায় গাড়িতে একাধিক মাইক ব্যবহার করায় আধুনগর বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরীর কর্মী সমশুল ইসলামকে ১ হাজার টাকা এবং দরবেশ হাট বাজারে একই অপরাধে একই প্রার্থীর কর্মী জানে আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত যানবাহনে পোস্টার লাগানোর দায়ে আধুনগর বাজারে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আক্তার সানার কর্মী আবু সাঈদকে ১ হাজার টাকা এবং দরবেশ হাট বাজারে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তালা প্রতীকের ফরহাদুল ইসলামের কর্মী জমির উদ্দীনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট