চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ধান চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। মো. মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

 

বুধবার (২৯ মে) রাতে আমিলাইশ ইউনিয়নের সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে রেখেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে ২০ বস্তা ধান চুরি হয়েছিল। গতকাল বুধবার রাতে পিকাপ নিয়ে ৩ ব্যক্তি ধান চুরি করতে যায়। স্থানীয় বাসিন্দারা সেখানে পাহারা দিয়েছিল।

 

তিনি আরও জানান, চুরি করে ৫ বস্তা ধান গাড়িতে তুলেছিল তারা। স্থানীয় বাসিন্দারা চোরদের দেখে ধাওয়া দিলে একজনকে রেখে অপর ২ জন পালিয়ে যায়। গণপিটুনিতে মহিউদ্দিনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট