চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক

বোয়ালখালী সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টার প্রতীকে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোহাম্মদ জাহেদুল হক।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।

 

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক।

 

তিনি জানান, উপজেলার ৮৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মীর নওশাদ ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দীন পেয়েছেন ১৪ হাজার ৪৫৮ ভোট।

 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উম্মে সালমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী শামীম আরা বেগম পেয়েছেন ২৮ হাজার ৪০১ ভোট।

 

৮৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা যায়, ভোট পড়েছে ৮০ হাজার ৫৬৭টি। যা মোট ভোটের ৩৮ দশমিক ৩০ শতাংশ। এর মধ্যে বৈধ ৭৭ হাজার ১৪৫ ভোট। বাতিল হয়েছে ৩ হাজার ৪২২ ভোট। বোয়ালখালীতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ১০ হাজার ৩৬০ জন।

 

উপজেলার ৮৬টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট