কাদেরীয়া দরবার শরীফের পীর, নাজিরহাট দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসাসহ বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আবদুল হালিম আল কাদেরী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (২৯ মে) সকাল ৯টায় নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদস্থ দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেন। তাঁর পিতার নাম নেজামত আলী সওদাগর ও মাতার নাম-আজব খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত-অনুরক্ত, শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন রেখে যান।
আজ বুধবার রাত সাড়ে ৯টায় তাঁর নির্মিত প্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসা মাঠে নাতি হাফেজ মুহাম্মদ সাকিবের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মাদ্রাসার পাশে তাঁর পূর্ব নির্ধারিত স্থানে আল্লামা শাহ আবদুল হালিম আল কাদেরীকে (রহ.) দাফন করা হয়। জানাযায় আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের উপস্থিত ছিলেন।
জানা গেছে, আল্লামা শাহ আবদুল হালিম আল কাদেরী (রহ.) ১৯৯৩ সালে নাজিরহাট দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া দারুচ্ছুন্নাহ জিয়াউল কুরআন এতিমখানা, গাড়িটানা দারুচ্ছুন্নাহ মঈনুল উলুম মাদ্রাসা, বড়ডলু শাহ হালিম কাদেরীয়া মাদ্রাসা, কাদেরীয়া চিশতীয়া হেফজখানা ও এতিমখানাসহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ ও এতিমখানা পরিচালনা করছিলেন। এছাড়া মাঠে-ময়দানে সুন্নিয়তের পক্ষে তারঁ বলিষ্ঠ ভূমিকা ছিলো।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ