চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

লক্ষ্মীছড়ি সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুটি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার অনীক চৌধুরী।

 

স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ঘোষিত ফলাফলে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা ৮হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা পেয়েছেন ৬ হাজার ৮৩ ভোট। মোট কাস্টিং ভোট ১৫ হাজার ২১৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা ২৯৭ ভোট। ৭১ দশমিক ৪১ ভাগ ভোট পড়েছে।

 

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩২১ ভোট। মোট ভোট কাস্টিং ১৩ হাজার ৯৩৮ ভোট। বাতিল ভোট ৮৩০। ৬৭ দশমিক ৯৯ ভাগ ভোট পড়েছে।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রু মারমা ৮ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫ হাজার ৯৮২ ভোট। মোট বৈধ ভোট ১৪ হাজার ২৮৯। বাতিল ভোট ৫৪৯। ৬৮ দশমিক ৩১ ভাগ ভোট পড়েছে।

 

বুধবার সকাল ৮টা থেকে দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

পূর্বকোণ/মোবারক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট