চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ৪:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় কয়েকটি বসতঘর ভাংচুর করে বন্যহাতি। নিহত বৃদ্ধের নাম নূর ইসলাম (৭০)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গর্জনিয়া পাহাড়ের বাসিন্দা ও মৃত মতিউর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কাকারা বনবিট কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন নিহতের আত্মীয়ের বরাত দিয়ে জানান, রাত ১২ টায় ঘরের বাইরে শব্দ শুনে গাছ থেকে কাঁঠাল চুরি হচ্ছে মনে করে বের ওই বৃদ্ধ। এ সময় গাছ থেকে পেরে কাঁঠাল খাওয়ারত একটি বন্যহাতি দৌড়ে এসে নূর ইসলামকে শূঁড় দিয়ে আছড়িয়ে মেরে ফেলে। এর পরপরই পাশের কয়েকটি বসতঘর ভাংচুর করে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় জিড়ি ও বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাতে নিহতের পরিবার বিধি অনুযায়ী আর্থিক সহযোগিতা পায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন