চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ব্যালট পেপার ছিনতাই, পটিয়ায় এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

পটিয়া সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচনে পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সমায়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

 

 

বুধবার (২৯ মে) সকাল ১১টায় এই ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

 

 

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে ১০-১৫ জন যুবক দোয়াত-কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলম দিদারের পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় তারা। ব্যালট ছিনতাইয়ের কারণে ওই কেন্দ্রে এখন ভোট বন্ধ রয়েছে।

 

এছাড়া উপজেলার শোভনদন্ডী, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পূর্বকোণ/রবিউল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট