চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

টেকনাফ সংবাদদাতা

২৮ মে, ২০২৪ | ১০:৩৩ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

আজ মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

টেকনাফ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ইভিএম এর বক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হলেও দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সন্ধ্যা পর্যন্ত পৌঁছানো যায়নি এবং ভোট নির্বাচনী কর্মকর্তারাও যেতে পারেননি। তারা ঘাট থেকে ফেরত এসেছেন।

 

উল্লেখ্য, সেন্টমার্টিনে একটিমাত্র কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৩ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৫৫ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট