চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

প্রার্থিতা ফিরে পেলেন চন্দনাইশ চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ

চন্দনাইশ সংবাদদাতা

২৭ মে, ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ

আগামী বুধবার (২৯ মে) ৩য় দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর (ঘোড়া) প্রার্থিতা বাতিল করেছিলেন নির্বাচন কমিশন। গত ২৬ মে শুনানি শেষে এ সিদ্ধান্তের পর আজ সোমবার (২৭ মে) আবু আহমেদের পক্ষে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়।

 

শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের দ্বৈত বেঞ্চ প্রার্থিতা ফিরিয়ে দেন। অবশেষে শত জল্পনা-কল্পনা শেষে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আবু আহমেদ চৌধুরী।

 

প্রার্থিতা ফিরে পাওয়ার পর পর চন্দনাইশের বিভিন্ন এলাকায় আবু আহমেদ (ঘোড়া) প্রতীকের পক্ষে ও জসিম উদ্দীন আহমেদের (মোটরসাইকেল) প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা উৎসবমুখর পরিবেশে চলতে থাকে। এদিকে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হলে আওয়ামী লীগ নেতা আবদুর রহিমসহ তিনজনের অধিক আহত হয়।

 

অপরদিকে চন্দনাইশ সদর ও দোহাজারী সদর এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা দাওয়া চলে। সোমবার (২৭ মে) প্রচারণার শেষ দিনে উভয় প্রার্থী নির্বাচনী প্রচারণায় তেমন সময় দিতে পারেনি। কারণ উভয় প্রার্থী তাদের নির্বাচনী প্রার্থিতার বৈধতা নিয়ে সংশয়ে কাটে দিন। তারা ঢাকা হাইকোর্ট বিভাগে দিনভর প্রার্থিতা নিয়ে আইনি লড়াইয়ে ব্যস্ত ছিলেন। রাত পোহালে ভোট, তাই প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা রয়েছে টেনশনে।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন