চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

কালুরঘাটে দিনভর ফেরি চলাচল বন্ধ

কর্ণফুলী নদীতে প্রবল স্রোত, জোয়ারে প্লাবিত ফেরিঘাট

বোয়ালখালী সংবাদদাতা

২৭ মে, ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কর্ণফুলী নদীতে বইছে প্রবল স্রোত ও বাতাস। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর নিম্নাঞ্চলসহ ফেরিঘাট।

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (২৭ মে) সকাল ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ফেরি পরিচালক মো. সাইদুর রহমান।

 

তিনি বলেন, গত তিনদিন ধরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে ফেরিঘাট। এতে পানিতে বেইলি ব্রিজ ডুবে যায়। এসময় গাড়ি ফেরিতে উঠানামা করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচল শুরু হবে।

 

ফেরি বন্ধ থাকায় সংস্কারাধীন কালুরঘাট সেতু দিয়ে মানুষ হেঁটে পারাপার করছেন। মোটরসাইকেল ও সাইকেল নিয়েও লোকজন পারাপার করতে দেখা গেছে। বিভিন্ন যানবাহন শাহ আমানত সেতু ব্যবহার করে নগরীতে যাতায়াত করে।

 

গত শনিবার ও রবিবার ফেরিঘাটের বেইলি ব্রিজ জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় গাড়ি চালক ও যাত্রীদের।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট