চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে রাস্তায় যানজট সৃষ্টি করায় চালককে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ মে, ২০২৪ | ১০:১১ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাইসেন্স না থাকা ও কারখানা থেকে আনা বর্জ্য পদার্থ সাগর উপকূলে ফেলার দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২৬ মে) বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও পৌরসদরে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

 

তিনি জানান, সীতাকুণ্ডের কুমিরা সাগর উপকূলে বিভিন্ন কারখানা থেকে আনা বর্জ্য পদার্থ ফেলছিলেন মো. সাজ্জাদ হোসাইন নামের এক যুবক। এসব বর্জ্য পদার্থ জোয়ারের পানিতে সাগরে মিশে পরিবেশ দূষণ অনিবার্য। তাকে হাতেনাতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে সে নিজের অপরাধ স্বীকার করে আর বর্জ্য ফেলবে না বলে জানায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

 

অন্যদিকে, উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ও লাইসেন্স না থাকায় আহাদ পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট