চট্টগ্রাম বুধবার, ২৬ জুন, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারের বাঁকখালী নদীতে অজ্ঞাতনামা নারীর লাশ

কক্সবাজার সংবাদদাতা

২৬ মে, ২০২৪ | ৭:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের বাঁকখালী নদীতে জোয়ারের পানিতে ভেসে এল এক নারীর লাশ। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

রবিবার (২৬ মে) দুপুরে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া এলাকায় সমুদ্রের পানিতে নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

 

স্থানীয় স্পিডবোট চালকরা জানান, রবিবার এক স্পিডবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ওই জায়গায জোয়ারের পানিতে একজনের লাশ ভাসছে। তখন তিনি স্পিডবোটের লাইনম্যানকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের আসল পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশের একটি টিম। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও পরিচয় জানা যাবে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট