চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল: কালুরঘাটে ফেরি চলাচল বন্ধ

বোয়ালখালী সংবাদদাতা

২৬ মে, ২০২৪ | ৫:১০ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার (২৬ মে) দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে কর্ণফুলী নদীতে বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি। এতে তলিয়ে গেছে পূর্ব কালুরঘাট বেইলি ব্রিজসহ ফেরিঘাট। ফলে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

 

জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানান ফেরির পরিচালল সাইদুর রহমান। তিনি বলেন, জোয়ারের পানিতে বেইলি ব্রিজসহ ফেরিঘাট ডুবে গেছে। ফেরিতে যানবাহন আসা যাওয়া করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচলা শুরু হবে।

 

ফেরি পারাপার বন্ধ থাকায় কর্ণফুলী নদী পারাপারকারীদের দুর্ভোগ বেড়ে গেছে। এসময় বৈরি আবহাওয়ার মধ্যে সংস্কারাধীন কালুরঘাট সেতু দিয়ে হেঁটে পারাপার করতে দেখা গেছে। দুই পাড়ে আটকা পড়েছে শতশত যানবাহন।

 

গতকাল শনিবার জোয়ারের পানিতে ফেরিঘাটে বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় ফেরি যাত্রী ও যান চালকদের। এসময় পানির মধ্যে উঠানামা করে গাড়ি। বেইলি ব্রিজ পারাপারে গাড়ির যন্ত্রাংশে পানি ঢুকে বিকল হয়ে যায় অনেক টেম্পো-টেক্সি।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট