কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার ৩১০ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মে) রাত ৯ টার দিকে এই ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দেন।
এই ঘটনার পর জেলা প্রশাসন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যালয়ে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য যে, কক্সবাজার ডিসি অফিসে আগুন লাগার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ