বোয়ালখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় জরিমানা গুনেছেন তিন চেয়ারম্যান পদপ্রার্থী।
যানবাহনে পোস্টার লাগানোয়, একের অধিক মাইক ব্যবহার এবং অনুমতি ছাড়া সমাবেশ করায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দিয়েছেন।
শুক্রবার (২৪ মে) রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়া প্রতীকের প্রার্থীর কর্মীকে ৩ হাজার টাকা, আনারস প্রতীকের প্রার্থীর কর্মীকে ৫ হাজার টাকা এবং দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর এক কর্মীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/আরআর/পারভেজ