চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারী উপজেলা নির্বাচনে বিজয়ী যারা

হাটহাজারী সংবাদদাতা

২১ মে, ২০২৪ | ১১:৩৮ অপরাহ্ণ

দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীতে ত্রিমুখী লড়াই হয়েছে।

 

এতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী (আনারস) উপজেলা চেয়ারম্যান, হাটহাজারীর ফকিরহাট ইউনাইটেড অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আশরাফ উদ্দীন (টিউবওয়েল) পুরুষ ভাইস-চেয়ারম্যান এবং  ফুটবল প্রতীকের সাজেদা বেগম মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী (আনারস), হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া) এবং বর্তমান চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম (মোটরসাইকেল)।

 

এর মধ্যে আনারস প্রতীকের ইউনুস গণি চৌধুরী ৩৫ হাজার ৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের সোহরাব হোসেন চৌধুরী নোমান পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের এস এম রাশেদুল আলম পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।

 

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন। তারা হলেন- হাটহাজারীর ফকিরহাট ইউনাইটেড অর্গানাইজেশন প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আশরাফ উদ্দীন (টিউবওয়েল), শ্রী শ্রী পুণ্ডরীক ধামের সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ (তালা), উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব) ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (চশমা)।

 

তাদের মধ্যে টিউবওয়েল প্রতীকের ব্যারিস্টার আশরাফ উদ্দীন ৩৮ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা ভাইস-চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট, তালা প্রতীকের অশোক কুমার নাথ পেয়েছেন ২১ হাজার ৮২৯ ভোট এবং চশমা প্রতীকের নুরুল আবছার পেয়েছেন ৮ হাজার ৪৮ ভোট।

 

তাছাড়া, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা (কলস) ও জাতীয় মহিলা সংস্থা হাটহাজারী উপজেলার চেয়ারম্যান শারমীন আক্তার (হাঁস) প্রতীকে।

 

এরমধ্যে ফুটবল প্রতীকের সাজেদা বেগম ৩০ হাজার ৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকের বিবি ফাতেমা শিল্পী পেয়েছেন ২৩ হাজার ৬২৭, হাঁস প্রতীকের শারমীন আক্তার পেয়েছেন ২০ হাজার ৫৪৭ এবং কলস প্রতীকের মোক্তার বেগম মুক্তা পেয়েছেন ১৮ হাজার ৪৪২ ভোট।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউর জামান।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট