চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাজস্থলীতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত উবাচ মারমা

রাজস্থলী সংবাদদাতা

২১ মে, ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে  উবাচ মারমা চেয়ারম্যান নির্বাচিত।

 

মঙ্গলবার (২১ মে) ১৪টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোটারের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ছিল অনেকটা ফাঁকা। কিন্তু নারী ভোটার ছিল দেখার মত।

 

সন্ধ্যা ৭টায় বেসরকারি ফলাফলে উপজেলার ১৪টি কেন্দ্রে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।

 

সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

 

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন