চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়া ও ঈদগাঁওয়ে আ. লীগ, পেকুয়ায় বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৪ | ৮:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাইদী ও ঈদগাঁওতে আবু তালেব বিজয়ী হয়েছেন। অন্যদিকে পেকুয়ায় বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু।

 

ষষ্ঠ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী পুনরায় বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীকে ৫৯ হাজার ৯৫৩ ভোট পয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলম (ঘোড়া) প্রতীক পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট।

 

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব (টেলিফোন) পেয়েছেন ১৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের শামশুল আলম পেয়েছেন ১১ হাজার ১৩৭ ভোট।

 

পেকুয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু ২২ হাজার ১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট