চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

ফটিকছড়িতে বন-কলা বিতরণ করে যুবক কারাগারে

নাজিরহাট সংবাদদাতা

২০ মে, ২০২৪ | ১১:১০ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবু নামে একব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ সোমবার (২০ মে) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

 

তিনি জানান, অভিযান পরিচালনা করার সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে হাজারীখিল এলাকার মৃত দারিকা মোহন নাথের ছেলে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এছাড়া জব্দকৃত প্রায় ৩শ পিছ কলা ও ৩শ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দিন মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে তিনি জানান।

 

আগামীকাল মঙ্গলবার (২১ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন