চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র-গুলিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

২০ মে, ২০২৪ | ৩:৪০ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ মামলার পলাতক আসামি মোর্শেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি এলজি, একটি একনলা বন্দুক এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার মোরশেদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর মৃত নুর কবিরের ছেলে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, গত ১৯ মে রাতে অভিযান পরিচালানা করে ডাকাতি, অপহরণ ও অস্ত্র মামলাসহ ১০ মামলার পলাতক আসামি মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বসতঘরের ভেতরে মাটির নিচ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট