চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে নির্বাচনী সহিংসতার দায়ে একজন গ্রেপ্তার

চন্দনাইশ সংবাদদাতা

১৯ মে, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনী সহিংসতা মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, গত ১৮ মে রাতে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল সমর্থক নিবু বড়ুয়াসহ কয়েকজন বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া খানদীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে তাদের হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। এ সময় নিবু বড়ুয়াকে মারধর করে আহত করা হয়।

 

এ ঘটনায় নিবু বড়ুয়া বাদী হয়ে (১৮ মে) রাতে মামুনকে প্রধান আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে। সে মামলার সূত্র ধরে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আগামীকাল সোমবার (২০ মে) তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট