চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফ মেরিনড্রাইভে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

টেকনাফ সংবাদদাতা

১৯ মে, ২০২৪ | ৯:১১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুই আরোহী নিহত হয়েছে।

 

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা প্রকাশ কিরন চাকমা (৪০) এবং ঢাকা ডেমরার স্টাফ কোয়ার্টারের মাযহারুলের ছেলে জিহাদ (৩০)।

 

রবিবার (১৯ মে) দুপুরে টেকনাফের কক্সবাজার মেরিনড্রাইভ সংলগ্ন বাহারছড়া বড়ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. সামিউদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আরোহী দুজনই নিহত হয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

পূর্বকোণ/টেকনাফ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট