চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইউপিডিএফ কর্মী হত্যা: রাঙামাটিতে সোমবার অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় ইউপিডিএফের কর্মীসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইউপিডিএফ।

 

সমাবেশ থেকে সোমবার রাঙামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

শনিবার (১৮ মে) বিকাল ৪টায় রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়িতে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক বাবলু চাকমা এবং সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা।

 

বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা।

 

সমাবেশ থেকে ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা সোমবার অবরোধ সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট