চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. শফিউল আলম শফি।
তার আরেক ভাই সাবেক পৌর মেয়র হাজী আবুল কালাম আবু একজন বিএনপি নেতা। তার রয়েছে ঈর্ষনীয় জনপ্রিয়তা।
রাজনৈতিক দলের ভিন্নতায় তাদের দূরত্ব ছিল যোজন যোজন। অথচ আপন ভাই।
বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর মরহুম কোরবান আলী সওদাগরের ৫ ছেলেরা হলেন- নুরুল আলম, আবুল কালাম আবু, শফিউল আলম, জাহাঙ্গীর আলম ও ইদ্রিস আলম। ইদ্রিস আলমও আওয়ামী লীগ নেতা।
তবে আজ শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার সময় নিজ বাড়িতে পাঁচ ভাই মিলে তাদের বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর নিজেরা কোলাকুলিতে জড়িয়ে ধরে একে অপরকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। ভাইদের মিলনের দৃশ্য দেখে অশ্রু সিক্ত হন উপস্থিত সকলে।
নির্বাচনে হার-জিত যায় হোক, দীর্ঘদিন পর নিজেদের মনোমালিন্য ভুলে যাওয়া পাঁচ ভাইয়ের রক্তের বন্ধন জয়ী হয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।
চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম শফি বলেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন। সকলে যাতে মিলে মিশে পরিবারের মতো এ সমাজ গড়তে পারি।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ