চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে ছোটভাইকে খুনের ঘটনায় বড়ভাই স্ত্রী-সন্তানসহ কারাগারে

রাউজান সংবাদদাতা

১৭ মে, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুনের ঘটনায় বড় ভাই সোনা মিয়াসহ পরিবারের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বড়ভাইয়ের সাথে রয়েছে স্ত্রী পারভিন আক্তার ও ছেলে মো. তারেক।

 

শুক্রবার (১৭ মে) তাদেরকে আদালতে সোপর্দ করেন রাউজান থানা পুলিশ। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

 

গ্রেপ্তার সোনা মিয়া এবং নিহত মো. সোহাগ আলম উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামের মমতাজের বাড়ির মৃত মমতাজ মিয়া সওগদারের ছেলে।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, ঘটনার পর চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করেন।

 

এদিকে পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ভাইয়ের হাতে খুন হওয়ার রাতেই পুলিশসহ আমরা ওই তিনজনকে কৌশলে হাজির করাই।

 

প্রসঙ্গত, উপজেলার পাহাড়তলী ইউপির খান পাড়া এলাকায় ভাইয়ে ভাইয়ে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার (১৫ মে) সন্ধ্যায় বড় ভাই সোনা মিয়া তার ছোট ভাই মো. সোহাগ আলমকে (৪৫) ছুরিকাঘাতে খুন করেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট