চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে পুলিশকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

১৬ মে, ২০২৪ | ১০:৫১ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার কালারমারছড়ার চালিয়াতলী-মাতারবাড়ি সংযোগ সড়কে গুলিবিদ্ধ করে এক পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় এক ডাকাতকে অস্ত্র কার্তুজসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে মহেশখালী থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী স্কুলের দক্ষিণ পূর্বপাশ এলাকায় মহেশখালী থানা পুলিশের এস আই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে তিনি ধরা পড়েন বলেন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত হলেন নজরুল ইসলাম (৩২) প্রকাশ টাওয়ার, তিনি কালারমারছড়ার ইউনুছখালী গ্রামের কালু মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী পূর্বকোণকে, পুলিশের ওপর হামলায় জড়িত এক ডাকাতকে অস্ত্র কার্তুজসহ গ্রেপ্তার করেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট