কর্ণফুলী নদীর কাপ্তাই অংশ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল পৌনে ১১টায় এই অভিযান পরিচালনা করেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
তিনি বলেন, অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিন ও উপজেলা মৎস্য বিভাগ, উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর/এএইচ