রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মো. শাহনুর প্রকাশ মাস্টার সলিমসহ দুইজন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ককটেল, একটি বিদেশি রিভলবার, নয় রাউন্ড নাইন এমএম পিস্তলের এমুনিশন, একটি এলজি এবং তিনটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হল, কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আবেরার ছেলে মো. শাহনুর প্রকাশ মাস্টার সলিম (৩৮) ও বালুখালী ৮/ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/২৩ এর মোহাম্মদ নুরের ছেলে মো. রিয়াজ।
র্যাব জানায়, অভিযান চালিয়ে আরসার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ