চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মদ খেয়ে মাতলামি, জরিমানা গুণলেন ৫ যুবক

লোহাগাড়া সংবাদদাতা

১৫ মে, ২০২৪ | ১১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মদপান করে মাতলামি করার দায়ে পাঁচ যুবককে দুই মামলায় চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডিতরা হলেন- উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়েদার পাড়ার মৃত আবদুস সালামের ছেলে মহি উদ্দিন (২১), পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মুছার ছেলে মো. বেলাল (২০), বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার মৃত নিবারণ দাশের ছেলে কাজল দাশ(৩১), পদুয়া মৌলভী পাড়ার কামালের ছেলে মো. দিদার (২৬) ও উত্তর আমিরাবাদ পাল পাড়ার মৃত রতন পালের ছেলে রনি পাল।

 

বুধবার (১৫ মে) রাত ৮টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

 

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে চট্টগ্রাম অভিমুখী সিএনজিচালিত অটোরিকশাতে মদপান করে মাতলামি করার সময় চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম গাড়ি থামিয়ে পাঁচজনকে আটক করে। মাতলামি করার দায়ে একইদিন রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে দুই মামলায় চার হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভবিষ্যতে তারা মদপান করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেন।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন