চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে লাখ ঘনফুট বালু জব্দ

চন্দনাইশ সংবাদদাতা

১৫ মে, ২০২৪ | ৯:২০ অপরাহ্ণ

অবৈধভাবে বিক্রির জন্য বালুর স্তূপ তৈরি করে রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল পাঠানদণ্ডী এলাকায় এক লাখ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

বুধবার (১৫ মে) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

তিনি বলেন, পূর্ব পাঠানদণ্ডী এলাকার হযরত এরশাদ আলী ফকিরের বাড়ির পাশে অবৈধভাবে বালুর স্তূপ তৈরি করে ব্যবসা করে আসছিল কতিপয় আসাধু ব্যবসায়ী। অভিযানের সময় বালু বিপণনের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ট্রাক, দুটি স্কেভেটর ও এক লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট