চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

১৫ মে, ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার (৩০) ও মৃত আবুল খাইরের ছেলে মো. ইমন (২৮)।

 

জানা যায়, দুপুরে টানা জাল দিয়ে নদী থেকে মাছ আহরণ করে টমটম গ্যারেজে বিশ্রাম নিতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট