চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৪ | ১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইয়াকুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইয়াকুব ওই এলাকার প্রয়াত নুরুল ইসলাম খাঁ’র ছেলে।

 

বুধবার (১৫ মে) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ইয়াকুব গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়ার সময় ৩৩ হাজার বোল্টের বিদ্যুৎবাহী তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়। সঙ্গে সঙ্গে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মুরগির দোকানি ছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট