নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
তারা হলেন- হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মেখল ফজারী তালুকদার বাড়ির মৃত আব্দুস সালামের ছেলে মো. আবদুল মাবুদ (৩৯) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রূপনগর এলাকার খন্দকার বাড়ির মৃত গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ লুকমান (৫৭)।
মঙ্গলবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এটিইউ’র একটি অভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্যরা।
জানা যায়, হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার যুগ্ম সম্পাদক ও ওলামা পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মাবুদকে গত তিন দিন আগে মধ্যরাতে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে নেয়া হয়। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সূত্রে জানা যায়, গত ১১ মে এটিইউ এর একটি চৌকস দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ৮ নম্বর মেখল ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মেখল এলাকা হতে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সক্রিয় সদস্য মো. আবদুল মাবুদ এবং ১৩ মে দলটি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা হতে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর অপর সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিল। তারা অনলাইন এবং অফলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এজন্য তারা আফগানিস্তান, পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশের কতিপয় একই মতাদর্শীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন বরে জানায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গ্রেপ্তাররা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহব্বান করে আসছিলেন।
এদিকে আবদুল মাবুদের মা সাজেদা বেগম জানান, গত শনিবার (১১ মে) রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারীরা বাসা থেকে মাবুদকে তুলে নিয়ে যায়। এ সময় ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে মায়ের এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা সংস্থার সদস্যরা জানায়, আপনার ছেলের কাছে কিছু তথ্য আছে। তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘণ্টা দুয়েকের মধ্যে তাকে ফের বাসায় পৌঁছে দেওয়া হবে। তবে, ছেলেকে নিয়ে যাওয়ার তিন দিন পর শুনলাম আমার ছেলে নাকি আনসারুল্লাহ বাংলা টিম’র সদস্য। আমি আমার নিষ্পাপ ছেলে মাবুদকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাওলানা মীর ইদরিস জানান, হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলার যুগ্ম সম্পাদক আব্দুল মাবুদের নামে হাটহাজারী থানায় একটি সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।
তিনি বলেন, গতরাতে এটিইউর এক কর্মকর্তা বাদী হয়ে তাদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে চিহ্নিত করে মামলা দায়ে করে। মামলাটি তারা নিজেরাই তদন্ত করছে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ