চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলির ক্রীড়াসামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তি

১৪ মে, ২০২৪ | ৫:১০ অপরাহ্ণ

উপজেলার কালামারছড়া ইউনিয়নের সামাজিক সংগঠন ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলির উদ্যোগে উত্তর নলবিলা এলাকার ৩০ জন উদীয়মান তরুণ খেলোয়াড়ের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার (১৩ মে)। একইদিনে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলোয়াড়দের নিয়ে ফুটবল অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন চালিয়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের। উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুলের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সরওয়ার আজিম। ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলির সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু ছৈয়দ কুদুরি, ব্যবসায়ী রুবেল, শহিদুল ইসলামসহ ফ্রেন্ডস গ্রুপ চালিয়াতলির নেতৃবৃন্দ।

 

এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটায়। শৃঙ্খলা শেখায়, আনুগত্য শিক্ষা দেয় এবং একইসাথে দেশপ্রেম উদ্বুদ্ধ করে। এই খেলাধুলার মধ্যে দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট