চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে অস্ত্র-গুলি নিয়ে ‘সন্ত্রাসী’ ধরা

টেকনাফ সংবাদদাতা

১৪ মে, ২০২৪ | ৫:১৩ অপরাহ্ণ

টেকনাফে অভিযানে চালিয়ে একটি এলজি-কার্তুজসহ মো. শফিক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার মো. শফিক হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার মরিচ্যাঘোনা মৃত আব্দুল গফুরের ছেলে।

 

সেমাবার (১৩ মে) কম্বনিয়াপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, কম্বনিয়াপাড়ায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালোনোর সময় শফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শফিক টেকনাফের মৌলভীবাজার কম্বনিয়াপাড়া এলাকার দুধর্ষ সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী ও পাহাড়ে আতংক সৃষ্টিকারী বলে স্বীকার করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট