চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

রাখালকে মেরে মহিষ চুরির চেষ্টা আনোয়ারায়

আনোয়ারা সংবাদদাতা

১৪ মে, ২০২৪ | ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে রাখালকে মারধর করে মহিষ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাখাল মোহাম্মদ এহসান গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) ভোরে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী রাখালের পিতা রফিক উদ্দিন বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে তৈলারদ্বীপ এলাকায় রাখাল এহসান পালিত মহিষ চড়াতে যায়। এ সময় বিবাদীরা রাখালের উপর অতর্কিত হামলা করে। হামলায় লোহার রড ও লাটির আঘাতে গুরুতর আহত হয় রাখাল। পরে তারা মহিষ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তার চিৎকার শুনে এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাখাল এহসানকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

ভুক্তভোগীর পিতা রফিক উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে চোরেরা মহিষ চুরির করার জন্য আমার ছেলেকে মারধর করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, তৈলারদ্বীপ এলাকায় রাখালের উপর হামলার ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট