চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁচানো গেল না সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ স্কুলছাত্র জোবায়েরকে

সাতকানিয়া সংবাদদাতা

১৪ মে, ২০২৪ | ৩:৪৪ অপরাহ্ণ

অবশেষে মৃত্যুর কাছে হার মানল চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ স্কুলছাত্র মোহাম্মদ জোবায়ের আহমেদ (১২)। 

সোমবার (১৩ মে) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জোবায়ের উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মোজাফফর আহমদের ছেলে এবং কেরানীহাট আশ-শেফা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী। তিনি বলেন, স্কুলছাত্র জোবায়ের আহমেদ গত ৫ মে বিকেলে কেঁওচিয়ার মাদারবাড়ি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে উঠে গাছ থেকে বাঁশ দিয়ে আম পাড়ছিল। এ সময় আম পাড়ার কাজে ব্যবহৃত বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে জোবায়ের আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে যায়। আহত জোবায়েরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টায় তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট