চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কেএনএফ সন্ত্রাসীরা কোনঠাসা হয়ে পড়েছে: বিজিবি মহাপরিচালক

বান্দরবান সংবাদদাতা

১৩ মে, ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সফলতা এসেছে। অভিযানে সন্ত্রাসীরা এখন অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

 

আজ সোমবার (১৩ মে) বিকেলে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বিজিবির বিভিন্ন সীমান্ত চৌকিগুলো পরিদর্শন করে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

বিজিপি মহাপরিচালক আরও বলেন, সাধারণ জনগণের যাতে ক্ষয়ক্ষতি না হয় এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। যৌথ অভিযানে সেনাবাহিনীকে সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবিসহ বিভিন্ন বাহিনী। সেই সাথে মায়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে সীমান্ত এলাকায় যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

এর আগে, সকালে বিজিবি মহাপরিচালক বান্দরবানের বলিপাড়া, রুমা, থানচিসহ সীমান্ত এলাকার বেশ কয়েকটি চৌকি ও ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

 

এ সময় তার সাথে বিজিবির কক্সবাজার রিজয়ন কমান্ডর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান, বিজিবি বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল সোহেল আহমেদ, বিজিবি রুমা ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট