চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়া উপজেলায় ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

লোহাগাড়া সংবাদদাতা

১২ মে, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১২ মে) মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে এ তথ্য জানানো হয়।

 

চেয়ারম্যান পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হল- বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শহিদুল কবির সেলিম, সাবেক চুনতি ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক সৈয়দ আবদুল মাবুদ এবং লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক (নুনু)।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার ও শাহীন আকতার সানা।

 

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ সরওয়ার মামুন, মো. ফরহাদুল ইসলাম ও জমিল উদ্দীনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

 

এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ঋণ খেলাপি হওয়ার দায়ে হুমায়ুন কবিরের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট