চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আনোয়ারায় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১২ মে, ২০২৪ | ৭:৪৯ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

 

রবিবার (১২ মে) দুপুরে জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমেদ এবং ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী তাদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেন। এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ৩ জন।

 

তারা হলেন, বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক।

 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাফর, যুবলীগ নেতা সালাউদ্দিন, ব্যবসায়ী আব্দুল মন্নান মান্না, প্রদীপ দত্ত ও সন্তোষ কুমার দে।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক পারভীন আক্তার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট চুমকী চৌধুরী।

 

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে আগামি ২৯ মে আনোয়ারা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট